দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২০ ০১:২৫ অপরাহ্ন
দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

রোনার প্রকোপ, উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যার দোহাই দিয়ে প্রতিনিয়ত বেড়ে চলছে নিত্যপণ্যের দাম।সবশেষ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের অজুহাতে রান্নার জন্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়ছে।পণ্যের এমন দাম বৃদ্ধির জন্য সরকারকে দুষলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুলের দাবি, সরকারের নানা দুর্নীতি ও উদাসীনতার কারণে এসব পণ্যের দাম বাড়ছে।এক টুইটবার্তায় এমন অভিযোগ করে মির্জা ফখরুল।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, করোনাকালীন সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।ফখরুল বলেন, ২০১৯ সালে পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সঙ্কট ফিরে এসেছে।দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা, ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।