স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে; রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই আগস্ট ২০২০ ০৪:৪৭ অপরাহ্ন
স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে; রিজভী

স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুড়িগ্রামে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায় দাবি করে তিনি বলেন, ‘দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোনো হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযান পরিচালনা করতে পারবে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়।’

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা না করলে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ও জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার দুর্নীতি প্রকাশ পেত না। দুর্নীতির সঙ্গে জড়িতরা সরকারি দলের লোকজন। তাদের প্রোটেকশন দেওয়ার জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে। এর ফলে সামনে স্বাস্থ্য খাতের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। মানুষ কোনো সেবাই পাবে না।’