সরকারের লোভের কারণেই পথ হারিয়ে ফেলেছি; এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে জুন ২০২০ ০৮:০১ অপরাহ্ন
সরকারের লোভের কারণেই পথ হারিয়ে ফেলেছি; এমপি হারুন

কালোবাজারিরা আজকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ হারুন। তিনি বলেছেন, ‘সরকারের ক্ষমতার লোভের কারণেই আমরা পথ হারিয়ে ফেলেছি। অপরাধে অভ্যস্ত একটা জাতিতে আমরা পরিণত হয়ে গেছি।’

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিএনপি দলীয় এমপিদের ‘বাজেট পর্যালোচনা ২০২০-২০২১ ও চলমান করোনা পরিস্থিতি’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজকে কারা সবচেয়ে ক্ষমতাশালী? যারা দেশের ব্যাংক লুটেরা, যারা বিদেশে টাকা পাচার করছে, যারা মানবপাচার করছে, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত। তারাই আজকে দেশে সব চাইতে প্রভাবশালী।’

হারুনুর রশিদ বলেন, ‘এই করোনার সময় যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটাকে কোনো মিডিয়ায় আমি দেখিনি যে স্বাগত জানিয়েছে। আওয়ামী লীগের যারা বাজেট বিশেষজ্ঞ, তারা কেউ এই বাজেটকে স্বাগত জানিয়েছে সেটাও আমি দেখিনি। বাজেট প্রতিক্রিয়ায় সকলেই বলেছে, এটা একটা অস্বাভাবিক এবং কল্পনাবিলাসী বাজেট।’

তিনি বলেন, ‘করোনাকালীন সংকট উত্তরণের জন্য আমাদের যে রোডম্যাপ দরকার ছিল এই বাজেটে কোনো ধরনের নির্দেশনা নেই। আমি এই বাজেট আলোচনায় সুস্পষ্টভাবেই বলতে চাই, সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, তার একটাই কারণ যাতে করে তারা যেনতেনভাবে ক্ষমতায় থাকতে পারে। সরকারে এই ক্ষমতার লোভের কারণেই আমরা পথ হারিয়ে ফেলেছি। অপরাধে অভ্যস্ত একটা জাতিতে আমরা পরিণত হয়ে গেছি।’

বিএনপির এ এমপি বলেন, ‘এই সরকারের এসব কর্মকাণ্ডের কারণেই পুরো জাতি আজ একটা দুর্ভোগের মধ্যে পতিত হয়েছে। এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য এর আগেই বিএনপির পক্ষ থেকে একটি বাজেট প্রস্তাবনা দেয়া হয়েছে এবং করোনা উত্তরণে একটি ভবিষ্যৎ পরিকল্পনা দেয়া হয়েছে। কিন্তু এগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে উপহাস করে কথাবার্তা বলেছেন এসবের প্রতিক্রিয়া জানানোর কোন ভাষা জানা নেই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মতো শীর্ষ জায়গা থেকে যদি বলা হয়, অদৃশ্য শক্তির কাছে কি হার মানা যায়? সারা পৃথিবী যেখানে আজ বিপর্যস্ত সেখানে যে করোনা নিয়ে তুচ্ছতাচ্ছিল্যকর কথা আসে সেগুলো আসলেই দুঃখজনক।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘এখন সরকারকে অবশ্যই নির্দিষ্ট একটি রোডম্যাপ দিতে হবে। বাজেটের যে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে সেটির কোনো কিছু করা কোনোভাবেই সম্ভব না।’ ভার্চুয়াল সভাটি সঞ্চালনা করেন বগুড়া-৬ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

সভার শুরুতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম পর্যায়ক্রমে ঠাকুরগাঁও-৩ আসনের মো. জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, সংরক্ষিত সাংসদ রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ভার্চুয়াল সভা আয়োজন করা হয়েছে বলে জানান গোলাম মোহাম্মাদ সিরাজ।