বাম জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৭ অপরাহ্ন
বাম জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ব্যাংকিং ও আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ে যাওয়া বাম গণতান্ত্রিক জোটকে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে রওয়ানা হয় জোটটি। দৈনিক বাংলা মোড়ে গেলে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে তারা সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন।

গত ১৭ ফেব্রুয়ারি আজকের এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল। আজ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ভারতকে লুট করেছে তেমনি বর্তমান সরকার বাংলাদেশকে লুট করছে। বাংলাদেশের টাকা লুট করে পৃথিবীর বিভিন্ন দেশে জুয়ার বাজারে বিনিয়োগ করা হচ্ছে। আজ পর্যন্ত এই লুটকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি। আজ ব্যাংক লুট ও ভোট লুটকারীরা একাকার হয়ে গেছে।’

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।
ইনিউজ ৭১/এম.আর