৫২০ পরিবারের পাশে ’রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৯:১২ অপরাহ্ন
৫২০ পরিবারের পাশে ’রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’

Rotary  Corona Support Initiative” এর চলমান খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম এর অংশ হিসাবে আজ ০৮ এপ্রিল ২০২০, বুধবার সকাল ১১ ঘটিকা থেকে  “খেলাঘর আসর”, গেন্ডারিয়ায় অসহায় ও দুস্থ ৫২০ টি পরিবারের নিকট জরুরী খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও করোনা ভাইরাস সংক্রামন রোধে করণীয় সম্পর্কিত জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

রোটারিয়ান সুমন সাহা, রোটারিয়ান মোহাম্মদ সোহেল ও সফিউন নাসির এর তত্ত্বাবধানে রোটারি ক্লাব অফ ঢাকা স্টার্স এর ব্যাবস্থাপনায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সাইফুল ইসলাম এর সহযোগীতায় রোটারিয়ানগন, রোটারেক্টর এবং গেন্ডারিয়া থানার পুলিশ সদস্যগন তালিকাভুক্ত প্রতিটি পরিবারের নিকট সোশ্যাল ডিস্টেনসিং পালনপুর্বক বর্ণিত খাদ্য সামগ্রী হস্তান্তর করেনl

“Rotary Corona Support Initiative” এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর সুষ্ঠ এবং সুন্দরভাবে বিতরণ কাজ সম্পাদনের জন্য সকলকে অন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেনl

রোটারিয়ান টি আই এম নুরুল কবীর জানান–৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশ আমাদের অস্তিত্বে মিশে আছে। দেশের এই সংকটময় মুহুর্তে তাদের পাশে আমাদের যতটুকু সম্ভব সাহায্য পৌছে দেবার প্রয়াস নিয়ে এগিয়ে চলছি৷ দেশের বৃত্তবানরা এগিয়ে আসলে এই মহামারী হতে দেশের জনগনের ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, সুস্থ থাকুন সুস্থ রাখুন সবাইকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব