ডায়াবেটিসে সালমান খানের ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
ডায়াবেটিসে সালমান খানের ভাতিজার মৃত্যু

বলিউডের সুপারস্টার সালমানের খানের ভাতিজা আবদুল্লাহ খান (৩৮) মারা গেছেন। আবদুল্লাহ সালমানের চাচাতো ভাইয়ের ছেলে। সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে আবদুল্লাহর মৃত্যু হয়। গুঞ্জন উঠেছিল, করোনায় মারা গেছেন আব্দুল্লাহ। পরে খান পরিবার সেই গুঞ্জন অস্বীকার করে জানিয়েছে, হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন আব্দুল্লাহ।

সালমান খানের পারিবারিক আড্ডা থেকে শুরু করে নানা অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা যেত আবদুল্লাহকে। 'দাবাং' তারকা সালমানকে ব্যক্তিগতভাবে পছন্দও করতেন আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সালমানের সঙ্গে ছবি পোস্ট করতেন তিনি। আব্দুল্লাহর অকাল মৃত্যুর পর মুষড়ে পড়েছেন সালমান। ভাতিজার সাথে নিজের একটি ছবি পোস্ট করে শোকাহত সালমান লিখেছেন, সবসময় ভালোবেসে যাবো।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আব্দুল্লাহর ডায়াবেটিস ছিল। মৃত্যুর দুই দিন আগে বেশ অসুস্থ বোধ করায় তাকে ধীরুভাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সালমান তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করান। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি আব্দুল্লাহকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব