করোনায় ভিডিও নীতিমালা পাল্টেছে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৭ই এপ্রিল ২০২০ ০৭:৪৯ পূর্বাহ্ন
করোনায় ভিডিও নীতিমালা পাল্টেছে ইউটিউব

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের এ সময়ে প্রতি মুহূর্তে অনলাইনে অসংখ্যবার সার্চ হচ্ছে করোনা নিয়ে। এই সুযোগটি নিয়েছেন অনেকে। করোনাভাইরাস নিয়ে মনগড়া অনেক তথ্যও দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউউবে। এ সংক্রান্ত ভিডিওর অধিকাংশই কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিয়ে করা হয়নি। উদ্দেশ্য কেবল ভিউ বাড়ানো।

ফলে জনসচেতনতার বদলে জনআতংক তৈরি হচ্ছে। এ অবস্থায় ইউটিউবও ঘুরে দাঁড়িয়েছে। তারা করোনাভাইরাস সংক্রান্ত যে ভিডিও নীতি ছিল, সেটি পাল্টে দিয়েছে। কারণ এটি স্পর্শকাতর ইস্যু। অনির্ভর সূত্র থেকে কিংবা মানহীন কোনো কনটেন্টের ভিডিওতে ইউটিউব মনিটাইজেশন সুবিধা দেবে না। ইতোমধ্যে এমন অনেক ভিডিওর মনিটাইজেশন সুবিধা বাতিল করা হয়েছে, যারা ইতোপূর্বে বা আগের নীতি অনুযায়ী মনিটাইজেশন সুবিধা পেয়েছিল।

ইনিউজ৭১/জিয়া