২৩০০ কর্মীকে বাসায় থেকেই কাজ করার নির্দেশ দিল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৬ই মার্চ ২০২০ ০৮:০৩ অপরাহ্ন
২৩০০ কর্মীকে বাসায় থেকেই কাজ করার নির্দেশ দিল গ্রামীণফোন

 করোনা ভাইরাসে সতর্কতামূলক পদক্ষেপে কর্মীদের বাসা হতে কাজ করতে বলেছে গ্রামীণফোন। সোমবার এ নির্দেশনা জারি করেছে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষ এই অপারেটরটি।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা হতে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ। ‘তবে যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন।

এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে। ডিজিটালের মাধ্যমে সেবা দিতে উৎসাহিত করা হয়েছে’ বলছিলেন তিনি। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব