শেরপুরে শিশুসহ করোনা আক্রান্ত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২০ ০৯:৩৬ অপরাহ্ন
শেরপুরে শিশুসহ করোনা আক্রান্ত ২

শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০) এবং অন্যজন শ্রীবরদী উপজেলার সাতানী-শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী শিশু। শিশুটি করোনাআক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া'র ছেলের ঘরের নাতি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরীর নমুনা পরীক্ষায় তাদের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে নমুনা পরীক্ষার এ ফলাফল জানা গেছে। নতুন শনাক্ত দুইজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে জানিয়ে তিনি জানান, এ নিয়ে জেলায় চার জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল শেরপুর সদরের মধ্যবয়ড়া গ্রামের এক গৃহবধূ এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের এক আয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের জেলা হাসপাতালের আইসোলেশনে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।