রংপুরে করোনা সন্দেহে আইসোলেশনে একই পরিবারের পাঁচ সদস্য

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু, জেলা প্রতিনিধি (লালমনিরহাট)
প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০১:২৪ অপরাহ্ন
রংপুরে করোনা সন্দেহে আইসোলেশনে একই পরিবারের পাঁচ সদস্য

করোনা সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একই পরিবারের ৫ জনক আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ)  রাত দশটার দিকে তাদেরকে ভর্তি করা হয়।ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।রমেক সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন, স্বামী (৩০), স্ত্রী (২৪), আড়াই বছরের ছেলে, ছোট ভাই (২৮) ও ভাইয়ের স্ত্রী (১৭)।

গত ২৫ মার্চ ঢাকায় থেকে ওই পরিবারের একজন বাড়িতে ফিরলে এলাকাবাসি বাড়িতে আটকিয়ে রাখে। পরে ওই পরিবারের অসুস্থ্য ব্যক্তিরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে রেফার্ড করে রমেকে পাঠানো হয়।রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসে। আমরা অসুস্থ্যদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত কি না।

ইনিউজ ৭১/ জি.হা