শ্রীমঙ্গলে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে মে ২০২০ ০১:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গলে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু

সৌরভ আদিত্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল পৌরসভার ০২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। মঙ্গলবার (২৬ মে সকাল ১০ টার দিকে তিনি কালীঘাট রোডস্থ নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। গতকাল সোমবার রাতেই তিনি প্রচুর শ্বাসকষ্টে ভোগছিলেন ও শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় মর্মে সংশ্লিষ্ট ডাক্তার ও নিকট আত্মীয়দের নিকট থেকে জানা যায়।

উল্লেখ্য গত কাল সোমবার রাতে উনার সিলেট থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসলে প্রশাসনের পক্ষ থেকে ওই বাসভবন লকডাউন ঘোষণা করা হয়েছিল। আব্দুল আহাদের ছেলে আজাদ বলেন তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছেন। শ্বাস নিতে কষ্ট হয়। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেলে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক একটি টিম গঠন করা আছে তাদের মাধ্যমে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে। এদিকে শ্রীমঙ্গল উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন এদের মধ্যে দু’জন সুস্থ হয়ে উঠেছেন।