ভারতে করোনায় একদিনে মৃত্যু ১৪৭, আক্রান্ত ৬৭৬৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে মে ২০২০ ১১:২২ পূর্বাহ্ন
ভারতে করোনায় একদিনে মৃত্যু ১৪৭, আক্রান্ত ৬৭৬৭ জন

ভারতে একদিনের ব্যবধানে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময় মারা গেছেন ১৪৭ জন।রোববার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৮৬৮ জন। আর করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬৭ জন।

আর সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন।অন্যদিকে, করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৫২ লাখ ৭১ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ১৯৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৩৯২ জন। 

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৬টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইনিউজ ৭১/ জি.হা