করোনায় প্রাণ গেল রিয়ালের সাবেক প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২২শে মার্চ ২০২০ ১২:১৫ অপরাহ্ন
করোনায় প্রাণ গেল রিয়ালের সাবেক প্রেসিডেন্টের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো স্যানজ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফুটবলের এই ধনকুবের৷ শনিবার মৃত্যু হয় ৭৬ বছর বয়সী সাবেক এই রিয়াল প্রেসিডেন্টের৷১৯৯৫ থেকে ২০০০ স্প্যানিশ ফুটবল জায়েন্ট রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো৷ তাঁর প্রেসিডেন্টশিপে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ৷ বাবার মৃত্যুর খবর জানিয়ে স্যানজের ছেলে টুইটারে লিখেছেন বলেন, ‘আমার বাবা মারা গিয়েছে। এভাবে তিনি মারা যাবেন এটা প্রত্যাশা করিনি।’

বাবা ফুটবল ধনকুবের হলেও ছেলে জুনিয়র লরেঞ্জো স্যানজ হলেন একজন পেশাদার বাস্কেটবল প্লেয়ার৷ বাবার মৃত্যুর পর তিনি বলেন, ‘বাবা হলেন আমার দেখা সেরা পরিশ্রমী ব্যক্তি৷ পরিবার ও রিয়েল মাদ্রিদ ক্লাব ছিল তাঁর প্যাশন৷’দিন তিনেক আগেই বাবার করোনা আক্রান্তের কথা জানিয়েছিলেন লরেঞ্জো পুত্র৷ মারণ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদ্রিদের হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট৷

চীনের হুবেই প্রদেশে প্রথম দেখা মেলা করোনা নামক এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে সারা বিশ্বে৷ এখনও পর্যন্ত পৃথিবীতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ৷ মারা গিয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ৷ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে৷ শিল্পের এই দেশে মারা গিয়েছেন ৪ হাজার মানুষ৷ শনিবারই ইতালিতে মারা গিয়েছেন প্রায় আটশো জন৷ স্পেনে করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১,৩২০ জন৷

ইনিউজ ৭১/ জি.হা