ইউরো কাপ পেছালো এক বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ন
ইউরো কাপ পেছালো এক বছর

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব৷ যার প্রভাব পড়েছে মাঠেও৷ ক্রিকেট থেকে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে বাতিল হয়েছে৷ এবার পিছিয়ে গেল ইউরো ২০২০৷ এক বছর পিছিয়ে দেওয়া হল ইউরোপ সেরা এই টুর্নামেন্ট৷মঙ্গলবারই এমনটাই জানিয়েছে উয়েফা৷ ২০২০ ইউরো কাপ হবে আগামী বছর অর্থাৎ ২০২১-এর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত৷ এর আগে কোভিড-১৯‘র বিরুদ্ধে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট আগেই স্থগিত করেছে উয়েফা৷ এবার ইউরোপ সেরা ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইউরোপীয়ন ফুটবল নিয়ামক সংস্থা৷

এদিন ইউরোপের ৫৫টি জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে কনফারেন্স কলের মাধ্যমে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছয় উয়েফা। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, আগামী বছর ১১ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। তবে চূড়ান্ত দিন নিয়ে সিদ্ধান্তের আগে বিভিন্ন ক্লাবের লিগ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার তারিখ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷ উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেসেরিন বলেন, ‘বিশ্বের অসংখ্য মানুষ ফুটবল ভালোবাসেন। আমাদের কাছে সমর্থক, সাপোর্ট স্টাফ ও ফুটবলারদের স্বাস্থ্য সবার আগে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলতি বছর ইউরো কাপের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল রোমে৷ কিন্তু করোনা ইতোমধ্যেই ইতালিতে ২১০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে৷ চীনের পর পৃথিবীর মধ্যে মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি৷  করোনাভাইরাসকে বিশ্বজুড়ে মহামারি অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ইউরো কাপের জন্য ইউরোপের ২৪টি দেশ এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে৷ চলতি মাসেই প্লে-অফ হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা আতঙ্কে তা আগেই বাতিল করে দেওয়া হয়৷ এবার পুরো টুর্নামেন্টই বাতিল করার সিদ্ধান্ত নিল উয়েফা৷

ইনিউজ ৭১/ জি.হা