ভারতে দ্বিতীয় মৃত্যু করোনা ভাইরাসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই মার্চ ২০২০ ০৯:১৪ পূর্বাহ্ন
ভারতে দ্বিতীয় মৃত্যু করোনা ভাইরাসে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি দিল্লিতে মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।প্রাথমিকভাবে মারা যাওয়া ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয়। আর একদিনের ব্যবধানে শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হলো।মারা যাওয়া প্রথম ব্যক্তি উত্তর কর্নাটকের কালাবুরাগি জেলার বাসিন্দা বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বি শ্রিরামুলু।এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে গত মঙ্গলবার (১০ মার্চ) করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।  বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।অন্যদিকে করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি এই সহযোগিতার আহ্বান জানান।

ইনিউজ ৭১/ জি.হা