আসামে সরকারি সব মাদরাসা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১১:৩১ পূর্বাহ্ন
আসামে সরকারি সব মাদরাসা বন্ধের ঘোষণা

ভারতের আসামে সরকারি সব মাদরাসা আর সংস্কৃত টোল বন্ধের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। এর পরিবর্তে চালু হবে প্রচলিত পদ্ধতির শিক্ষাদান। আগামী ৬ মাসের মধ্যে কার্যকর হবে সিদ্ধান্তটি।
এ সময়ের মধ্যে, সরকারিভাবে পরিচালিত ১২শ’ মাদরাসা আর ২শ’ টোলকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। এছাড়া, রাজ্যের আরও দুই হাজার বেসরকারি মাদরাসা আনা হবে কঠোর নীতিমালার আওতায়। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের দাবি, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থায় ধর্মীয় শিক্ষাদানের সুযোগ নেই।
২০১৭ সালেই বিজেপি সরকার আসামে মাদরাসা ও সংস্কৃত টোল বোর্ডকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে একীভূত করে। তিন বছরের মাথায় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো।
ইনিউজ ৭১/এম.আর