কারাগার থেকে আসামি পলায়ন; প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৭ই আগস্ট ২০২০ ০৬:০৫ অপরাহ্ন
কারাগার থেকে আসামি পলায়ন; প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আসামি আবু বকর সিদ্দিক পালানোর ঘটনায় কারাগারের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আইজি প্রিজন ব্রি. জে. এ কে এম মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, অভিযুক্ত ১২ জনের মধ্যে প্রধান কারারক্ষীও রয়েছেন। এছাড়া আবু বকর সিদ্দিক পালানোর ঘটনায় একজন ডিআইজি প্রিজন্স, একজন সিনিয়র জেল সুপার ও একজন জেলারের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কারাগারে পাওয়া যাচ্ছিল না আবু বকরকে। আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে যাবজ্জীবন দেয়া হয়।

এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।