চেহারার আদলে তৈরি হচ্ছে মাস্ক, চেনা যাবে সহজেই!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৫:৫৭ অপরাহ্ন
চেহারার আদলে তৈরি হচ্ছে মাস্ক, চেনা যাবে সহজেই!

করোনা আতঙ্কের আবহে এখন একটি অত্যাবশ্যকীয় সামগ্রী হয়ে উঠেছে মাস্ক। বাইরে বের হলে মাস্ক ছাড়া কিছু কল্পনাই করা যায় না। কিন্তু মাস্ক পরলে পরিচিতজনরা আপনাকে চিনতে সমস্যায় পরে যায়। তবে এ সমস্যার সমাধান এনেছে ভারতের এক ফটোগ্রাফার।

কিছুদিন আগেই দেশটিতে বিয়ের গয়না হিসাবে খবরের শিরোনামে উঠে আসে রুপার তৈরি মাস্কের কথা। এ বার ক্রেতার মুখের ছবি দিয়েই তৈরি হচ্ছে মাস্ক। কেরালার এক ফোটোগ্রাফার তৈরি করেছেন এমন অদ্ভুত মাস্ক। মাস্ক পরা থাকলেও অনায়াসেই চেনা যাবে আপনাকে! তাই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রিন্টেড মাস্ক।

কেরালার কোট্টায়াম শহরের ফোটোগ্রাফার বিনেশ পাল প্রায় ৫৫ বছরের পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। মূলত বিয়ের ছবি তোলার অর্ডার থেকেই আয় হত। বিনেশ নিজের স্টুডিওতেই ক্রেতার অর্ডার অনুযায়ী তৈরি করে দিচ্ছেন এই মাস্ক। 

বিনেশ জানিয়েছেন, এক একটি মাস্ক প্রিন্ট করতে সময় লাগছে মাত্র ১৫ মিনিট। দামও মাত্র ৬০ টাকা। তাই সব বয়সের ক্রেতার বিপুল অর্ডারের চাপ হাসি মুখেই সামলাচ্ছেন তিনি।