দৈনন্দিন জীবনে সুন্নত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ৫ই জুলাই ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ন
দৈনন্দিন জীবনে সুন্নত

ইস্তেখারার নামাজ পড়া : জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে বিভিন্ন কাজের ব্যাপারে ইস্তেখারা করতে শিখিয়েছেন, যেমন তিনি আমাদের কোরআনের সুরা শেখাতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১১৬২)



সূর্যোদয় পর্যন্ত জায়নামাজে অপেক্ষা করা : জাবির ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) ফজরের নামাজ আদায় করার পর ভালোভাবে সূর্য ওঠা পর্যন্ত নামাজের স্থানে বসে থাকতেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৫২৬)



জুমার দিন গোসল করা : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন পেলে তোমরা গোসল করো।’

(সহিহ বুখারি, হাদিস : ৮৭৭)



জুমার দিন দোয়া করা : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) জুমার দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এই দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এই সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, তবে তিনি তাকে অবশ্যই তা দেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দেন সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।’ (সহিহ বুখারি, হাদিস : ৯৩৫)