‘নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছে ইসলাম’

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০৯:০৩ পূর্বাহ্ন
‘নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছে ইসলাম’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলনূর কালচারাল সেন্টার কাতার মহিলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘ইসলাম ঘোষিত নারী অধিকার বাস্তবায়িত হলেই কেবল নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত হবে।’৮ মার্চ দোহার বিন যাইদ সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন আলেমা হাফেজা মাহমুদা নূরুল আমিন। আলোচনায় অংশ নেন আলেমা সারা মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেনা পারভীন ও লুৎফুন্নাহার ইউসুফ।আলেমা মাহমুদা নূরুল আমিন বলেন, ‘ইসলাম নারীশিক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। অতএব দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অশিক্ষিত রেখে দীন দুনিয়ার সফলতা আশা করা যায় না।’

উত্তরাধিকার সম্পত্তিতে কোরআন নির্ধারিত নারীর প্রাপ্য অংশ ও মোহরানা আদায়ের প্রতি গুরুত্বারোপ করে মাওলানা মাহমুদা বলেন, ‘মুসলিম পুরুষরা যদি ইসলামের নারীনীতি অনুযায়ী মহিলাদের বঞ্চিত না করেন তাহলে পাশ্চাত্যের চটকদার ভোগবাদী সংস্কৃতি আমাদের মা বোনদের প্রভাবিত করবে না ইনশাআল্লাহ ।’

ইনিউজ ৭১/ জি.হা