স্থিতিশীল আবুল হাসানাতের অবস্থা, হার্টে বসানো হয়েছে দুটি রিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ০২:০০ অপরাহ্ন
স্থিতিশীল আবুল হাসানাতের অবস্থা, হার্টে বসানো হয়েছে দুটি রিং

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর হার্টে দুটি রিং বসানো হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসক সোহরাব হোসেনের তত্ত্বাবধানে রিং বসানো হয়।আবুল হাসানাতের একান্ত সচিব মোহাম্মদ খায়রুল বাশার এই তথ্য নিশ্চিত করেছেন। খায়রুল বাশার বলেন, ‘এনজিওগ্রাম করে স্যারের হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার সোহরাব হোসেনের তত্ত্বাবধানে স্যারের হার্টে দুটি রিং বসানো হয়েছে।

এখন ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনাকে এখন সিসিইউতে রাখা হয়েছে।’পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। শ্বাসকষ্ট ও অক্সিজেন কমে যাওয়ায় গত মঙ্গলবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।আবুল হাসানাত আবদুল্লাহ সপ্তম সংসদে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। গত জুনে তার স্ত্রী শাহান আরার মৃত্যু হয়। তাদের বড় ছেলে সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।