কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ১২:০১ অপরাহ্ন
কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।সেই সঙ্গে  বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমির মারা যান।এরপর ১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের এ শোক পালন করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ’র রূহের মাগফেরাতের জন্য ১ অক্টোবর বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।