সরাসরি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচলে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩০শে সেপ্টেম্বর ২০২০ ০১:৩৪ অপরাহ্ন
সরাসরি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচলে চুক্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এর ফলে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে একটি স্থায়ী দলিল তৈরি হলো।আজ বুধবার সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি উড়োজাহাজ যেত। ২০০৬ সালে সরাসরি উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয় ২০১৩ সালে। ২০১৫ সালে এই চুক্তি স্বাক্ষরে মন্ত্রিসভা অনুমোদন দেয়।