উই তার প্রতিষ্ঠাবার্ষিকীতে উইমেন ই-কমার্স এন্টারপ্রিনিয়রশীপ সামিট করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৮শে সেপ্টেম্বর ২০২০ ০৯:৫০ অপরাহ্ন
উই তার প্রতিষ্ঠাবার্ষিকীতে উইমেন ই-কমার্স এন্টারপ্রিনিয়রশীপ সামিট করবে

অতি সম্প্রতি এক মিলিয়ন সদস্যের ফেসবুক গ্রুপে পরিণত হওয়া দেশীয় নারীদের আত্মকর্মসংস্থানমূলক সংগঠন উইমেন এন্ড ই-কমার্স (উই) ফোরাম এবার তাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে স্মরণীয় করে রাখতে আগামী ২৪ ও ২৫ অক্টোবর ২ দিন ব্যাপি উই সামিটের ঘোষণা দিয়েছে।পুরো আয়োজনটি অনলাইনে অনুষ্ঠিত হবে উই এর ফেসবুক পেজ এবং গ্রুপে।সম্প্রতি একটি ওয়েবিনার এবং দশ লাখ সদস্য পূর্তির আয়োজনে এ ঘোষণা উঠে আসে।ইভেন্ট পেজ উদ্বোধনের ওয়েবিনারে সরাসরি যুক্ত হয়েছিলেন মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং বর্তমান সাংসদ মেহের আফরোজ চুমকি।  

মেহের আফরোজ চুমকি এমপি বলেন,উই গ্রুপের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হবার কথা আমাকে অনুপ্রাণিত করে।আপনাদের কথাগুলো সত্যিই ভীষণ অনুপ্রেরণার,এবারের উই সামিটের আইডিয়া সত্যিই প্রশংসনীয়।উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান,উই সামিটে দেশ এবং দেশের বাইরের গবেষক, উদ্যোক্তা ও উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত মানুষজন অতিথি হিসেবে যুক্ত হবেন এবং আমরা পুরো উই এর সবাই সেশনগুলো দেখবো, শিখবো।সবাইকে উই এর এই মহা আয়োজনের পাশে থাকার অনুরোধ থাকলো।

এই আয়োজনের ইভেন্ট ফেসবুক পেজের লিংক -https://fb.me/e/8nqez3muz প্রসঙ্গত, দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে সবচেয়ে বড় ফেসবুক গ্রুপের প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স (উই) ফোরাম। নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে ফেসবুক পেজ ও গ্রুপ ভিত্তিক এ সংগঠনটি।