নতুন শিক্ষাক্রম চালুর পুর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৬:৩৯ অপরাহ্ন
নতুন শিক্ষাক্রম চালুর পুর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় সভা

কোভিড ১৯ এর পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পুর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারনে আজ (মঙ্গলবার) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো: আকরাম আল হোসেন সহ আর ও উর্ধতন কর্মকর্তা।