বন্ধ থাকছে সকল রাইড শেয়ারিং সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩১শে মে ২০২০ ০৮:১৬ অপরাহ্ন
বন্ধ থাকছে সকল রাইড শেয়ারিং সেবা

করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে উদ্ভূত পরিস্থিতির মধ্যে গণপরিবহন চালু করছে সরকার। তবে বন্ধ থাকলে উবার, পাঠাওসহ সব রাইড শেয়ারিং সেবা।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেবা বন্ধ রাখতে শনিবার (৩০ মে) বিআরটিএ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা আপাতত পাচ্ছেন না যাত্রীরা।

রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে দেয়া এ নির্দেশনা কোম্পানিগুলো পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাঠাও ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ।

এর আগে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআরটিএ। পরে তা বাড়ানো হয়।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ঢাকাসহ সারাদেশে অ্যাপভিত্তিক পরিবহন সেবা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। সরকার ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তারই অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব