গরীবের ৪০০ বস্তা চাল তিতাস নদীতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ৮ই এপ্রিল ২০২০ ০৬:৪৮ অপরাহ্ন
গরীবের ৪০০ বস্তা চাল তিতাস নদীতে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ করা ১২ মেট্রিক টন (৪০০ বস্তা) চাল বোঝাই একটি নৌকা তিতাস নদীতে ডুবে গেছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নবীনগর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাছলিমা আক্তার এই ঘটনার কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবীনগর উপজেলার খাদ্য গুদাম থেকে ওই উপজেলার বীরগাঁও ইউনিয়নের ডিলার মো. জিয়া উদ্দিন দুটি নৌকায় করে মোট ১৫ মেট্রিক টন ৮৪০ কেজি চাল (৫২৮ বস্তা) বাইশমৌজা বাজারে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে একটি নৌকায় ৪০০ বস্তা ও আরেকটি নৌকায় ১২৮ বস্তা চাল বোঝাই করা হয়। কিছু দূর যাওয়ার পর নবীনগর লঞ্চঘাট এলাকায় ৪০০ বস্তা চাল বহনকারী নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ডুবে যাওয়া চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব