নিখোঁজের দেড় বছর পর বাড়ি ফিরলেন র‌্যাব কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:২২ অপরাহ্ন
নিখোঁজের দেড় বছর পর বাড়ি ফিরলেন র‌্যাব কর্মকর্তা

প্রায় দেড় বছর নিখোঁজ থেকে বাসায় ফিরে এসেছেন র‌্যাবের একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার রাতে তিনি নিজেই বাড়ি ফেরেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার জানান, শুক্রবার রাতে দারোয়ানের কাছে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেননি।

হাসিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে পল্লবী থানায় একটি জিডি করেছিল তার পরিবার। জিডির তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে তার স্ত্রী ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকের কাছে নেয়া হয়েছে।

২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার। র‌্যাবের আগে হাসিনুর বিজিবিতে কাজ করেছেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি।
ইনিউজ ৭১/এম.আর