গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২০ ১২:৪২ পূর্বাহ্ন
গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিরীক্ষা দাবির এক হাজার আগামী সোমবারের মধ্যে পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।বিটিআরসি দাবি করেছে, গ্রামীণফোনের কাছে তাদের নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে। গত বছরের ২৪ নভেম্বর তিন মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। আগামী ২৩ ফেব্রুয়ারি তিন মাসের সময় শেষ হচ্ছে। গ্রামীণফোনের পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন সময় চেয়ে আদালতে আবেদন করেন। তিনি প্রতি মাসে ৫শ কোটি টাকা করে ছয় মাসের কিস্তিতে ২ হাজার কোটি টাকা পরিশোধের অনুমতি চান। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এএম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী।