গরিব ফুটপাতবাসীর জন্য সৌরভের ৫০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৫শে মার্চ ২০২০ ১০:৩৮ অপরাহ্ন
গরিব ফুটপাতবাসীর জন্য সৌরভের ৫০ লক্ষ টাকা

ইডেন গার্ডেন্সের ইন্ডোর পরিষেবা ও ক্রিকেটারদের ডর্মিটরিগুলো প্রয়োজনে হস্তান্তরে রাজি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। প্রয়োজনে সেগুলো কোয়ারেন্টাইন পরিষেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করতেই পারে রাজ্য। মঙ্গলবার প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট তথা বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের এমন মানবিক ঘোষণা দিল জিতে নিয়েছিল ক্রিকেট অনুরাগীদের। বুধবার করোনা সংকটের মধ্যে রাজ্যের দুর্দিনে আরও একট মানবিক পদক্ষেপ গ্রহণ করলেন ‘মহারাজ’।

লাল বাবা রাইসের সঙ্গে যুক্ত হয়ে গরিব ফুটপাতবাসীদের মুখে বিনামূল্যে অন্ন তুলে দিতে উদ্যত হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর সেজন্য ৫০ লক্ষ টাকা অর্থ অনুদান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুরক্ষার কথা ভেবে কলকাতা শহরের গরিব ফুটপাতবাসীদের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে রাখার বন্দোবস্ত ইতিমধ্যেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার লাল বাবা রাইস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সেইসব প্রয়োজনীয় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

উল্লেখ্য, প্রাক্তন সিএবি সভাপতি প্রয়োজনে ইডেন গার্ডেন্স ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেও এখনও ইডেন গার্ডেন্স নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। কিন্তু পরবর্তীতে ইডেনের ইন্ডোর কোয়ারেন্টাইন পরিষেবার জন্য কাজে লাগানো হলে সেটা হবে সৌরভের মস্তিষ্কপ্রসূতই।

করোনার প্রকোপ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলার মাঠের তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে এই লকাডাউন সফল করার আহ্বান জানাচ্ছেন বারংবার। রাজ্য সরকারের প্রাথমিক ঘোষণামতো ৩১ মার্চ অবধি লকডাউন কলকাতার কয়েকটি চিত্র মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন সৌরভ।

প্রিয় শহর কলকাতার লকডাউনের কয়েকটি খন্ডচিত্র পোস্ট করে প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক লিখেছিলেন, ‘কখনও ভাবিনি আমার শহরকে এভাবে দেখতে হবে। নিরাপদ থাকুন। শীঘ্রই অবস্থা পরিবর্তন হয়ে ভালোর দিকে এগিয়ে যাবে। সকলকে ভালোবাসা। খবর- কলকাতা২৪x৭

ইনিউজ ৭১/টি.টি. রাকিব