সাব্বিরকে নিয়ে আক্ষেপ মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মে ২০২০ ১০:০২ অপরাহ্ন
সাব্বিরকে নিয়ে আক্ষেপ মাহমুদউল্লাহর

দুর্দান্ত প্রতিভা ছিলেন সাব্বির রহমান। তাকে একসময় দেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ধরা হতো। সেই সাব্বির মাঠ ও মাঠের বাইরে নানা কাণ্ড করে নিজের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছেন। তার জায়গা দখল করার সুযোগ আছে মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত আর আফিফ হোসেন ধ্রুবর সামনে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কথায় উঠে এলো এসব প্রসঙ্গ।

বাংলাদেশে সেভাবে পেশিশক্তির কোনো ব্যাটসম্যান নেই। বড় শট খেলতে নির্ভর করতে হয় টাইমিং ও স্কিল হিটিংয়ের ওপর।  গতকাল রবিবার রাতে ইনস্টাগ্রাম লাইভে মাহমুদউল্লাহকে দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দেন তামিম। তিনি প্রশ্ন করেন বাংলাদেশে এই পজিশনে খেলার মতো ব্যাটসম্যান কেন সেভাবে গড়ে উঠছে না এবং মাহমুদউল্লাহ কীভাবে এখানে এত ভালো হয়ে উঠলেন।

মাহমুদউল্লাহ বলেন, 'একটা কথা বলে নেই, কোনো সংশয় ছাড়া তুই (তামিম) বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। প্রায় সব রেকর্ডই তোর। আরও হবে আশা করি। আমি চেষ্টা করি লোয়ার মিডল অর্ডারে বা মিডল অর্ডারে পজিশন অনুযায়ী খেলতে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। তবে আরও কাজ করতে হবে। অনেক সময় ডেলিভার করতে পারি না। আরও উন্নতি করতে হবে।'

এরপর মাহমুদউল্লাহর কথায় উঠে আসে সম্ভাবনা আর হতাশার গল্প, 'সাব্বিরের খুব ভালো সম্ভাবনা ছিল ৬-৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে। এখন সাইফ উদ্দিন আছে। সাইফ বড় শট খেলতে পারে। আফিফও খুব ভালো বিকল্প। পাশাপাশি মোসাদ্দেকও আছে। আমার কাছে মনে হয়, তিন-চার জন আছে, যাদের ভালো ফিনিশিং দেওয়ার সামর্থ্য আছে। এই পজিশনে খেলতে হলে এটা খুবই জরুরি। নিঃস্বার্থভাবে খেলতে হবে। অনেক সময় দলের প্রয়োজনে নিজের উইকেট দিয়ে আসতে হবে। ওই স্বাধীনতা নিয়ে খেলার মানসিকতা থাকতে হবে।'

তাহলে মাহমুদউল্লাহ কিভাবে এই সামর্থ্য অর্জন করলেন? 'দ্য সাইলেন্ট কিলার' বলেন, 'বছর চারেক আগে আমাদের একটা অনুশীলন ক্যাম্প হয়েছিল খুলনায়, চন্দিকা হাথুরুসিংহে কোচ থাকার সময়। ওই সময় হাথুরুসিংহের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছিলাম মানসিকভাবে ও স্কিল হিটিং নিয়ে। সেটা আমার খুব কাজে লেগেছে। আগে আমি উইকেটে গিয়ে সময় নিতাম কিছুটা হলেও। এখন আত্মবিশ্বাসী যে শুরু থেকেই গিয়ে কাজটা করতে পারি।'

ইনিউজ ৭১/টি.টি. রাকিব