ফের বন্ধ ঘোষণা আল-আকসা মসজিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ২০২০ ১১:০৯ পূর্বাহ্ন
ফের বন্ধ ঘোষণা আল-আকসা মসজিদ

মুসলমানদের ধর্মীয় তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে শুক্রবার থেকে এটি বন্ধ থাকবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে।খবর আরব নিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। শুক্রবার বিকাল থেকে তিন সপ্তাহের জন্য মসজিদ ও এর সংলগ্ন এলাকায় প্রার্থণাকারীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

ওয়াকফ কমিটির সদস্য হাতিম আব্দেল কাদের গণমাধ্যমকে বলেন,আমরা আশা করি নাগরিকরা তাদের স্বাস্থ্য ও কল্যাণের স্বার্থে প্রক্রিয়াটি বুঝতে পারবেন।’তিনি জানান, মসজিদে আজান দেওয়া বন্ধ হবে না।কেবলমাত্র ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।করোনা মহামারীকালে এই নিয়ে দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হল আল-আকসা মসজিদ।গত মার্চে প্রথম দফায় মসজিদটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।