এবার করোনার ভ্যাকসিনের সফলতা দাবি করলো মার্কিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৪ই আগস্ট ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ন
এবার করোনার ভ্যাকসিনের সফলতা দাবি করলো মার্কিন কোম্পানি

রাশিয়ার পর এবার করোনা ভ্যাকসিনের সফলতা দাবি করলো মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। কোম্পানিটি বলছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে তাদের উদ্ভাবিত ভ্যাকসিন।
 
জানা গেছে, আধুনিকতম আরএনএ জিন প্রযুক্তি দিয়ে গড়ে তোলা এই ভ্যাকসিন প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালগুলো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে । নিউ ইয়র্কের ওষুধ কোম্পানি ফাইজার তাদের ভ্যাকসিনের পরীক্ষা করিয়েছে যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে। তাদের দাবি, রাশিয়ার স্পুটনিক ৫-এর পর তাদের টিকাও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে।

গত ১২ আগস্ট নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফাইজারের এই ভ্যাকসিনের নাম আপাতত বিএনটি১৬২বি১ রাখা হয়েছে। এটি দেওয়া হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দ্বিতীয় ডোজে তা আরও শক্তিশালী হয়। এমনিতে এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কোনও কোনও স্বেচ্ছাসেবীর এই ডোজ নেওয়ার পর ইঞ্জেকশনের জায়গায় একটু ব্যথা হয়েছে, ক্লান্তি, জ্বর, নিদ্রাহীনতা মাথা ধরার মত উপসর্গও রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে এই সবই কেটে যাবে বলে গবেষকরা দাবি করেছেন। ডেইলি মেইল।