কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৮ই আগস্ট ২০২০ ০৬:১১ পূর্বাহ্ন
কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭, আহত শতাধিক

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আহত হয়েছেন অন্তত ১১২ জন। আহতদের কোঝিকোড় ও মালাপ্পুরাম জেলার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটি।

এসময় বিমানটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, চার কেবিন ক্রু (প্রথমে পাঁচজন বলা হয়েছিল) এবং দু’জন পাইলটসহ মোট ১৯০ আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যেই রাজ্যটিতে ভূমিধসে অন্তত ১৫ জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের মধ্যে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। ভারতের বেসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্তত ৩৫ ফুট নিচে পড়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে বিমানটিকে দুই টু্করো হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনায় পড়ার পরেও সৌভাগ্যবশত বিমানটিতে আগুন ধরেনি। নাহলে আরও বেশি প্রাণহানি হতে পারত। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি করা হবে বলে জানিয়েছেন হরদীপ সিং।

সূত্র: এনডিটিভি