করোনার সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ করল ইতালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ০৮:১৬ অপরাহ্ন
করোনার সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ করল ইতালি

সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি যাওয়া যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার।

মঙ্গলবার বাংলাদেশ থেকে রোম যাওয়া ২৭৪ জনকে পরীক্ষা করে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এ খবর ছড়িয়ে পরার পর ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা বাংলাদেশ থেকে আসা সকল ফ্লাইট স্থগিত করার নির্দেশনা জারি করেন। তবে ফ্লাইট বন্ধের কার্যক্রম কবে থেকে শুরু এ ব্যাপারে এ সুস্পষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

এছাড়া ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।