স্পেনে ফের লকডাউন, গৃহবন্দী ৭০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই জুলাই ২০২০ ০৩:০২ অপরাহ্ন
স্পেনে ফের লকডাউন, গৃহবন্দী ৭০ হাজার মানুষ

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়ায় ফের লকডাউন জারি করা হয়েছে। ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। অঞ্চলটিতে ফের করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র জরুরি কাজের জন্য যারা ভ্রমণ করবেন তাদের উপকূলীয় এই অঞ্চলটি থেকে বের হওয়ার বা প্রবেশের অনুমতি দেয়া হবে।

একদিন আগেই স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ায় একইভাবে লকডাউন দেয়া হয়েছে। এরপরেই এই অঞ্চলটিতেও একই পদক্ষেপ নেয়া হলো। জাতীয়ভাবে স্পেনে করোনার প্রকোপটি মূলত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮৫ জনের।

জানা গেছে, গত তিন সপ্তাহের বেশিরভাগ সময় ধরেই দেশটিতে দৈনিক প্রাণহানি একক পরিসংখ্যানের মধ্যে রয়েছে।

সূত্র- বিবিসি