স্বাভাবিক হচ্ছে চীন, পুনরায় ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২০ ০৪:৪৪ অপরাহ্ন
স্বাভাবিক হচ্ছে চীন, পুনরায় ফ্লাইট চালু

করোনাভাইরাসের তাণ্ডব কাঁটিয়ে ফের স্বাভাবিক হচ্ছে চীন। এরই অংশ হিসেবে দেশটির ৪০ শতাংশ ফ্লাইট ফের চালু করা হয়েছে। চীনা রাষ্ট্রিয় সংবাদমাধ্যম জিনহুয়া এজেন্সি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনজুড়ে কারফিউ জারি করার ফলে দেশটির বিমান চলাচলও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করায় বিমান চলাচল আংশিকভাবে চালু করা হয়েছে। এছাড়া ভাইরাসটির মূল উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহর থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

জিনহুয়া জানিয়েছে, চীনের অভ্যন্তরীণ ফ্লাইটের অধিকাংশই দেশটির উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে পরিচালনা করা হচ্ছে। সেখানেই অধিকাংশ অভিবাসী শ্রমিকরা থাকে এবং বাণিজ্যিক এলাকা অবস্থিত।

চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা বলছে, গত মার্চে প্রতিদিন গড়ে ৬ হাজার ৫৩৩ বেসামরিক বিমানের ফ্লাইট চালু ছিল। ফেব্রুয়ারিতে ফ্লাইটের সংখ্যা ২০ দশমিক ৫ শতাংশ কমিয়ে আনা হয়েছিল। এপ্রিলে ১ হাজার ৯৭০টি ফ্লাইটে ৫৯ হাজারের বেশি কর্মীকে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নেয়া হবে।

দেশটিতে বর্তমানে বিদেশি নাগরিকরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। ফলে বিদেশি নাগরিকদের মাধ্যমেই আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এমন শঙ্কা থেকে বিদেশিদের চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটও কমিয়ে আনা হয়েছে।

চীনে এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৮৬৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য মারা গেছে ৩ হাজার ৩৩৫ জন। এছাড়া ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৭০ জন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব