করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ০৯:১২ পূর্বাহ্ন
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ২শত ২৯ জন।ইতালিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ইতালি। সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়েছে।

সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হতে পারে সব পরিষেবা।ইতালির পরেই স্পেন। স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। বলা হচ্ছে, স্পেনে করোনায় মৃত্যুর হার গত দুই দিনের চেয়ে একটু কমেছে।

শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে। এদিকে, চীনে তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট যন্ত্র ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ করেছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। করোনা শনাক্তকরণের জন্য কেনা কিটের মাত্র ৩০ ভাগ কাজ করেছে। তাই ৯ হাজার কিট ফেরত দিচ্ছে স্পেন।

ইনিউজ ৭১/ জি.হা