করোনায় আক্রান্ত-মৃত্যু ও ক্ষতির হিসেবে শীর্ষ ১০ দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৮শে মার্চ ২০২০ ০৯:১৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত-মৃত্যু ও ক্ষতির হিসেবে শীর্ষ ১০ দেশ

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ এখন যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দেশটিতে মোট ১ লাখ ৪ হাজার ২৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে কভিড-১৯ এ মারা গেছেন ১ হাজার ৭০৪ জন। তবে মৃত্যুর দিক দিয়ে ইতালির ধারে কাছেও নেই কোনো দেশ। ইতালিতে শুক্রবার দুপুর পর্যন্ত ৯ হাজার ১৩৪ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। সেখানে মোট আক্রান্ত ৭২ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৫ হাজার ৬৯০ জন। করোনার প্রাদুর্ভাব কমে আসা চীনে আক্রান্ত হয়েছেন মোট ৮১ হাজার ৩৯৪ জন। মারা গেছেন ৩ হাজার ২৯৫ জন। জার্মানিতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপকহারে।  দেশটিতে মোট রোগী শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৩৪০ জন। তবে দেশটিতে মৃত্যুর হার বেশ কম। সেখানে প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মৃত্যুর দিক দিয়ে ইরান আছে উপরের সারিতেই। দেশটিতে মোট ২ হাজার ৫১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩২ হাজার ৯৬৪ জন আক্রান্তের দেশ ফ্রান্সেও মৃতের সংখ্যা দুই হাজার (১ হাজার ৯৯৫) ছুঁইছুঁই।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যে দেশগুলোতে-

১. যুক্তরাষ্ট্র- ১০৪,২৫৬ জন।
২. ইতালি- ৮৬,৪৯৮ জন।
৩. চীন- ৮১,৩৯৪ জন।
৪. স্পেন- ৭২,২৪৮ জন।
৫. জার্মানি- ৫৩,৩০৪ জন।
৬. ইরান- ৩৫,৪০৮ জন।
৭. ফ্রান্স- ৩২,৯৬৪ জন।
৮. যুক্তরাজ্য- ১৪,৫৪৩ জন।
৯. সুইজারল্যান্ড- ১৩,২২৬ জন।
১০. দক্ষিণ কোরিয়া- ৯,৪৭৮ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যেসব দেশে-
১. ইতালি- ৯,১৩৪ জন।
২. স্পেন- ৫,৬৯০ জন।
৩. চীন- ৩,২৯৫ জন।
৪. ইরান- ২,৫১৭ জন।
৫. ফ্রান্স- ১,৯৯৫ জন।
৬. যুক্তরাষ্ট্র- ১,৭০৪ জন।
৭. যুক্তরাজ্য- ৭৫৯ জন।
৮. নেদারল্যান্ডস- ৫৪৬ জন।
৯. জার্মানি- ৩৯৫ জন।
১০. বেলজিয়াম- ৩৫৩ জন। সূত্র- ওয়ার্ল্ডোমিটারস।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব