আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি না: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১১:০৭ পূর্বাহ্ন
আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি না: আপিল বিভাগ

দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপিল বিভাগ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ থাকবে কিনা রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এর আপিল শুনানিতে এমন উদ্বেগ জানান দেশের সর্বোচ্চ আদালত।
আদালত বলেন, ব্যাংকগুলোর দুরাবস্থা দেখে আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি না, এক এক করে ধরবো। ব্যাংকগুলো পড়ে যাচ্ছে, সরকার প্রতিবছর টাকা দিয়ে সার্ভাইভ করাচ্ছে। আমরা এক এক ধরবো।
এদিকে, সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট কোরে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার ইস্যুতে ব্যাখ্যা দিতে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে তলব করা হবে কিনা, সে বিষয়ে আদেশ দেয়া হবে রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায়।
ইনিউজ ৭১/এম.আর