নানা আয়োজনে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
থানা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ১০:০৪ অপরাহ্ন
নানা আয়োজনে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে  জেলা মুক্তি যোদ্বা কমপ্লেক্স প্রাঙ্গনে সাবেক ঠাকুরগাঁও জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর এর সভাপতিত্বে  জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত  পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম -সেবা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ও উপজেলা মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের  নেতা কর্মীবৃন্দ। আনুষ্ঠানিকতার শেষ পর্যায় শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ সোভা যাত্রা ও র‍্যালী প্রদক্ষিণ শেষে বড় মাঠে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হয়।