হিলিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ০৪:৫২ অপরাহ্ন
হিলিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ছেলে হোক,মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট,“করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মামুনুর রশীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আলম শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।