কাউখালীতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ০৪:৫৫ অপরাহ্ন
কাউখালীতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

জরুরী কোভিড-১৯ প্রতিক্রিয়া এর অংশ হিসেবে  ‘‘উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগান প্রদর্শনী’’ শীর্ষক বিশেষ কর্মসূচির আওতায় পিরোজপুরের কাউখালীতে ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমুখ। অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)।