মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১লা জুন ২০২০ ০৮:৪৬ অপরাহ্ন
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

এডিস মশা নির্মূল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে ডিএনসিসি মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২০টি দোকান-স্থাপনা পরিদর্শন করেন তারা।

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকান ও ভবনের ভেতরে-বাইরে ময়লা-আবর্জনা থাকায় তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া।