মাস্ক বিতরণ করলেন সংগীতশিল্পী মিলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ১০:২৯ পূর্বাহ্ন
মাস্ক বিতরণ করলেন সংগীতশিল্পী মিলা

প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং জনসাধারণ মানুষকে সচেতন বাড়াতে এবার মাস্ক হাতে রাস্তায় নামলেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এই  সংগীতশিল্পী। মাস্ক বিতরণের শুরুটা করেন তার নিজ এলাকা মিরপুর ডিওএইচএস থেকে। এছাড়াও করেনা ভাইরাস সম্পর্কে সচেতনা বাড়াতে একটি পালাগান বেঁধেছেন মিলা যা তার ফেসবুকে প্রকাশ করেছেন। 
পালাগানের কথাগুলো ইনিউজ ৭১ এর পাথকদের জন্য হুবাহু তুলে ধরা হলো- 

শোনেন শোনেন প্রতিবেশী
শোনেন দিয়া মন
করোনা ভাইরাস আতঙ্ক
বাড়ছে সারাখন।
সচেতন না হইলে
বিপদ আসন্ন
অবহেলা করলে হবে
জীবন বিপন্ন।
হাত মেলানো কোলাকোলি
বন্ধ করা চাই
বারেবারে হাত ধোয়ার
বিকল্প তো নাই।
যত্র তত্র থুথু ফেলা
পরিহার করুন
গণপরিবহনের ক্ষেত্রে
সাবধানে চলুন।
সংবাদপত্র টাকা-পয়সা
জীবাণু বাহক
সংক্রমিত নারী পুরুষ
ঝুঁকি মারাত্মক।
আসুন সবাই মিলেমিশে
হবো সচেতন
করোনা ভাইরাস সঙ্কট
হবে নিরসন ...

মিলা ইসলাম গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাসের মরণাতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সকলকেই। প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে। আমি,আমার বোন মিশা ইসলাম ও তার জীবনসঙ্গী আরিফিন আনোয়ারকে নিয়ে আমরা  সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। দেশের এমন পরিস্থিতিতে সবার এগিয়ে আসা উচিৎ। আমাদের সবাইকে সচেতন হতে হবে।দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন, এই ভাইরাস থেকে কিভাবে সতর্ক থাকবো, তা নিয়ে নিজের ঘরে অবস্থান করে আমার বোন মিশা ও গার জীবনসঙ্গী আরিফিনের সাহায্যে পালাগানটি বানিয়েছি। বাংলাদেশের একজন সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে সবাইকে সচেতন করার জন্য ক্ষুদ্র এই চেষ্টা করলাম। আশা করবো আমাদের দেশ ও জনগন গানরর কথাগুলে মেনে চলবে।

ইনিউজ ৭১/ জি.হা