যুক্তরাজ্য ঐতিহাসিক ঘোষণা দিলো করোনা টিকা বাজারে ছাড়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা ডিসেম্বর ২০২০ ০১:৩৪ অপরাহ্ন
 যুক্তরাজ্য ঐতিহাসিক ঘোষণা দিলো করোনা টিকা বাজারে ছাড়ার

বিশ্বের প্রথম করোনা টিকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে থেকে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি টিকা পাওয়া যাবে দেশটির বাজারে। বুধবার বাংলাদেশ সময় দুপুরে চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার এবং জার্মানির বায়োএনটেক ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের মুখপত্র বলেছেন, সরকার দেশটির মেডিক্যাল রেগুলেটরি মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) প্রস্তাব মেনে  ফাইজার এবং বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন টিকার অনুমোদন দিয়েছে।