বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবীতে লালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: বুধবার ২রা ডিসেম্বর ২০২০ ০২:১১ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবীতে লালপুরে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে লালপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ। বুধবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ গেটে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার,

অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন,কিছু ধর্মব্যবসায়ী বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার ধৃষ্টতা দেখিয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী ও সরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি অতিদ্রুত এসব কটুক্তিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক। তারা আরো বলেন,এই বিজয়ের মাসেই লালপুর উপজেলা পরিষদ মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান করা হবে। যারা এর বিরোধীতা করবে তারে বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে এজন্য সকল কে প্রস্তুত থাকারও কথাও জানান তারা।