টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারণ সভা শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় টেকনাফ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির এবং সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এবং টেকনাফ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আশেক উল্লাহ ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এবং দৈনিক কক্সবাজার-৭১ এর যুগ্ম সম্পাদক মুহাম্মদ তাহের নঈম, টেকনাফ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ এবং আরটিভির টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মুস্তফা শাহীনশাহ। সভায় বক্তব্য রাখেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ছৈয়দুল আমিন চৌধুরী এবং অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, "টেকনাফ সাংবাদিক ফোরাম একটি গঠনমূলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে এরকম একটি অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণমুখি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে যা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।" তারা আরও বলেন, "আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী এবং আমরা চাই গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, যেখানে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা থাকবে।"
এছাড়া, সভায় আসন্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং মোস্তাক আহমদ, ওবাইদুর রহমান নয়ন, সাইফুল ইসলাম ও এমএ হাসানকে সদস্য করে উপ-কমিটি গঠন করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু হয়।
সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও গৃহীত হয়, যার মধ্যে পেশাগত গুণগত মর্যাদা রক্ষায় সকল পেশাদার সাংবাদিকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভার শেষে ফোরামের নেতারা সাংবাদিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।