বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়তের বরিশাল জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই কাউন্সিলে সভাপতিত্ব করেন আ. রহমান ছাব্বিত এবং সঞ্চালনা করেন আহমাদ শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শ একটি সংগঠন প্রয়োজন। ছাত্র জমিয়ত বাংলাদেশ সেই কাফেলা, যারা নিজেদের গঠন ও সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি নতুন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “বরিশাল জেলার প্রতিটি উপজেলায় আগামী এক মাসের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।”
প্রধান বক্তা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী বলেন, “বিজয়ের মাসে আমাদের শহীদদের ত্যাগ ও স্বাধীনতার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার। স্বাধীনতার সংরক্ষণে আমাদের সংগঠনকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।”
তিনি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আ. হক কাউসারী, বরিশাল মহানগর সভাপতি মুফতী আব্দুল কাদের কাসেমী, এবং ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির। তারা সংগঠনের আদর্শ বজায় রেখে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার গুরুত্ব আরোপ করেন।
২০২৫-২৬ সেশনের জন্য নবগঠিত প্যানেল ঘোষণা করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহমাদ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জোবায়ের।
নতুন কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা ছিল, বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রম দ্রুততর করতে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনে জোর দেওয়া। সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।