ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামে একটি ওয়াজ মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাবুল মিয়া (৪৪) নামের এক এসআই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
আহত এসআই বাবুল মিয়া জানান, নিলাখাদ গ্রামে একটি ওয়াজ মাহফিল চলাকালে গিয়াস উদ্দিন আত তাহেরী ওয়াজ করছিলেন। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা জানিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল ত্যাগ করছিল। এ সময় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং এক কিশোরের ঢিলে তার মাথায় আঘাত লাগে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব হাসান বলেন, “আহত পুলিশ কর্মকর্তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে এবং তার বাম হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
এ ঘটনার পর এসআই বাবুল মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফিরে যান।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মাহফিলটি পূর্বানুমোদিত ছিল না। পুলিশ মাহফিল দ্রুত শেষ করার নির্দেশ দিলে তা সমাপ্ত করা হয়। কিন্তু পরে একজন কিশোর ঢিল ছুড়ে পুলিশের একজন সদস্যকে আঘাত করে।
তিনি আরও বলেন, “মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার মূল কারণ এবং এতে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।